বিএনপির সমাবেশে মোবাইল হারানোয় রুমিনসহ ৭১ জনের জিডি

আরো পড়ুন

শনিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির সমাবেশে শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

সমাবেশের পর থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত কোতোয়ালী মডেল থানায় ৭১ জন সাধারণ ডায়েরি করেছেন। তাদের মধ্যে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও চিত্রনায়ক হেলাল খানও রয়েছেন।

এসব বিষয় নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আহম্মদ সনজুর মোর্শেদ।

ওসি বলেন, প্রতিদিনই মোবাইল হারানোসহ বিভিন্ন বিষয়ে সাধারণ ডায়েরি হয়। তবে গতকাল শনিবার ও আজ এ দুদিনেই শুধু মোবাইল হারানোর জন্য ৭১টি সাধারণ ডায়েরি হয়েছে।

চিত্রনায়ক হেলাল খান তার মোবাইল হারিয়ে শনিবার বেলা আড়াইটার দিকে জিডি করেন। তিনি বলেন, আমি অভিনেতা। আমাকে দেখে অনেকেই ছবি তুলেছে। সেলফি তুলেছে। আমি কি জানতাম- মোবাইলটা নিয়ে যাবে!

সমাবেশের আগের দিন শুক্রবার রাত ৯টার কিছু আগে কান্দিরপাড় লিবার্টি মোড়ে এসে গাড়ি থেকে নামেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

এ সময় তিনি হেটে সমাবেশস্থলের দিকে যান। সেখানে সমাবেশের প্রস্তুতি দেখে ফিরে পূবালী চত্বরে আসার সময় খেয়াল করেন তার মোবাইলটি নেই। পরে তিনি তার ব্যাগেও খুঁজে দেখেন।

বিষয়টি জানতে পেরে বহিষ্কৃত বিএনপি নেতা ও কুমিল্লা নগরীর সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তার এক কর্মীকে দিয়ে সমাবেশস্থলে হ্যান্ড মাইকে মোবাইলটির খোঁজ দিতে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানান। এমনকি মোবাইলটি উদ্ধার করে দিতে পারলে ২০ হাজার টাকা পুরষ্কার দেয়ার ঘোষণা দেয়া হয়।

তবে রবিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রুমিন ফারহানা ও চিত্রনায়ক হেলাল খানের মোবাইল উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

কেন এত মোবাইল চুরি এমন প্রশ্নে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, এত কর্মীর সমাবেশ। তার মধ্যে চোরেরাও ঘাপটি মেরে ছিল।

বিএনপির এই নেতা আরো বলেন, আমি ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতি করি। বিভিন্ন সময় মঞ্চে বক্তব্য দিতে হয়। একবার এক মঞ্চে উঠলাম বক্তব্য দিতে। বক্তব্য দেয়ার সময় আমার গলা শুকিয়ে আসে। সেজন্য পকেটে একটি কমলা রেখেছিলাম। যেন গলা শুকিয়ে গেলে এক কোষ কমলা খেয়ে স্বাভাবিক থাকতে পারি। কিন্তু বক্তব্যের সময় পকেটে হাত দিয়ে দেখি- কে যেন আমার কমলাটাও চুরি করে নিয়ে গেছে!

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ