টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

আরো পড়ুন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের হ্নীলা মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, টেকনাফের হ্নীলা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছিল মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়, তবে তাদের আরও ২-৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যান। আটক ব্যক্তিদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক।

আরো পড়ুন

সর্বশেষ