ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে ঘরে বসেই

আরো পড়ুন

ড্রাইভিং লাইসেন্সের জন্য একজন ব্যক্তিকে একবারই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আসতে হবে। ঘরে বসে একজন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাবেন। শুধু পরীক্ষা দেয়া ও বায়োমেট্রিকস তথ্য প্রদানের জন্য একবার তাকে বিআরটিএ কার্যালয়ে আসতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদানের এই কার্যক্রম শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে সংস্থার সদর কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) সভা শেষে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিশ্বব্যাংক প্রস্তাবিত রোড সেফটি প্রোগ্রামের আওতাধীন প্রথম পর্যায়ের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ৪ হাজার ৮০ কোটি প্রাক্কলিত ব্যয়ের প্রকল্পটির ২০২৭ সালে শেষ হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করা হয়েছে, যা দ্রুতই একনেক সভার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। প্রকল্পের উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা হ্রাস এবং দুর্ঘটনার কারণে সংঘটিত ক্ষতির মাত্রা কমানো, সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।

সেতুমন্ত্রী জানান, প্রকল্পটিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তর স্টেকহোল্ডার হিসেবে রয়েছে।

এদিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান, ডিটিসিএর নির্বাহী পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, বিআরটিসির চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ