খাঁটি গুড় উৎপাদনে গাছিদের শপথ গ্রহণ

আরো পড়ুন

যশোরের চৌগাছায় রস ও গুড়ের ঐতিহ্য রক্ষার্থে গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং খাঁটি গুড় উৎপাদনে গাছিদের শপথ গ্রহণ করানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মিলায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। এসময় নির্বাহী কর্মকর্তা খাঁটি রস ও গুড় উৎপাদন নিয়ে গাছিদের সাথে উন্মক্ত আলোচনা করেন।

এসময় তিনি বলেন, একটি খেজুর গাছ থেকে প্রায় ২০ কেজি গুড় তৈরী করা সম্ভব। চলতি মৌসুমে প্রতিটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক খেজুর গাছ কাটা ৩ জন গাছিকে পুরস্কার দেয়া হবে। আপনাদের সকলকে তালিকাভূক্ত করে বিভিন্ন সরকারি প্রনোদনার আওতাভ‚ক্ত করা হবে এবং ভেজালমুক্ত গুড় সঠিক মূল্যে বিক্রির জন্য উপজেলা প্রশাষন থেকে সহযোগীতা করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, এস এম মোমিনুর রহমান, ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজসহ সমাবেশে উপজেলার তিন শতাধিক গাছি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ