জি২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আরো পড়ুন

জি২০ সম্মেলনে অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পুতিন অংশ না নিলেও রুশ প্রতিনিধি দল আসন্ন এ সম্মেলনে অংশ নেবে। খবর আলজাজিরার।

এর আগে গ্রুপ অব টোয়েন্টি বা জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনে পুতিন আসবেন বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেন আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। পুতিনও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধিতা সত্ত্বেও এই সম্মেলনে সশরীরে যোগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তার উপস্থিতি বিশ্বনেতাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করতে পারে-এমন আশঙ্কায় সম্মেলনে অংশ নেওয়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন।

পুতিনের পরিবর্তে একটি রুশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে আলজাজিরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ