শিক্ষার্থীদের ফি পরিশোধে ডলার দেয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আরো পড়ুন

চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা ইস্যু করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে অথরাইজড ডিলারদের নিকট পাঠানো হয়েছে।

সম্প্রতি সংকটের কারণে শিক্ষার্থীদের ডলার দিচ্ছে না ব্যাংকগুলো। ফলে জটিলতায় পড়ে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

তাই শিক্ষার্থীদের ফি পরিশোধে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, করোনাকালে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন মাধ্যমে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করতে হচ্ছে। বিশেষ করে করোনার ইস্যুতে আরোপিত নিষেধাজ্ঞায় শিক্ষার্থীরা চীনের ভর্তি থাকলেও সশরীরে যেতে পারেননি। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা এখন চীনে যেতে ভিসার আবেদন করেছেন। তবে শিক্ষার্থীদের ভিসা পেতে হলে তাদের চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া ফি পরিশোধ করতে বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত অনুমোদিত ব্যাংকগুলোকে (এডি) ভিসার জন্য আবেদন করা শিক্ষার্থীদের নিজস্ব হিসাবে বৈদেশিক মুদ্রা ইস্যুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ