পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন দুই বন্ধু

আরো পড়ুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে নুর আলম মিয়া (৩৩) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩২)।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের কাছে আসলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

অপরদিকে, আহত পথচারী আবুল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ