জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমীর ডা. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাফিউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্র জানায়, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হয়ে কথিত হিজরতের নামে একাধিক তরুণকে ‘ব্রেন ওয়াশ’ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কথিত হিজরতের নামে ২০২১ সালে পার্বত্য এলাকায় গিয়ে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং আরসার সঙ্গে যোগাযোগ স্থাপন করে আরকানে যুদ্ধ করার অভিযোগও রয়েছে।

