৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের নির্বাচন

আরো পড়ুন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আট সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবের ২৪তম দিবসের সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন যথাক্রমে ২০২২ সালের ডিসেম্বর মাসের ৩০ ও ৩১ তারিখে জাতীয় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর মেয়াদি এই কমিটি (২০২৩-২৪) নির্বাচনের জন্য আট সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

এরমধ্যে নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোস্তফা-ই-জামিল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় ১০-১২ ডিসেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত। পাশাপাশি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে আগামী ১৮ ডিসেম্বর। আর সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন কেবল তারাই ভোটার হবেন। পাশাপাশি ব্যবস্থাপনা কমিটি আগামী ২৫ নভেম্বর রাত ১০টার মধ্যে চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদের শেষ সময় নির্ধারণ করেছেন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে নোটিশ বোর্ডে ভোটারদের তালিকা টাঙিয়ে দেয়া হবে আগামী ৩০ ডিসেম্বর। তবে এরমধ্যে যে সমস্ত স্থায়ী সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নভেম্বরের মধ্যেই চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। কারণ, ক্লাবের গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারা অনুযায়ী মনোনয়নের আগে সব মাসের বাকি চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ না করে থাকলে কোনো প্রার্থী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ