সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গীতিকার ও সাংবাদিক বিশাল

আরো পড়ুন

তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে একটি কাভার্ডভ্যান চাপায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন। বাইকে দুজন ছিলেন। অপরজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

মামুন বলেন, এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকার উদ্দেশে রওনা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসেছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাসস্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

কয়েক বছর ধরে নিয়মিত গান লিখছিলেন ওমর ফারুক বিশাল। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়, বাংলাদেশের তাহসান খান, এফ এ সুমন, জয় শাহরিয়ার, সাব্বির নাসিরসহ আরো অনেকেই কণ্ঠ দিয়েছেন তার লেখা গানে।

পাশাপাশি তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন। সর্বশেষ নিউজ-জিতে ফিচার এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিনি। এর আগে কাজ করেছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ