রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। তার ওপর হামলা হয়েছে উল্লেখ করে মামলাটি করেন তিনি। মামলায় বনানী থানার ওসিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) ঢাকার একটি আদালতে মামলাটি করেন তাবিথ। তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে মামলার ওপর শুনানি করা হবে বলে জানান তিনি।

