বেনাপোল দিয়ে ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

আরো পড়ুন

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চারটি ট্রাকে ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। ভারতের নাগপুর থেকে এক লাখ ৯৭ হাজার ৪০০ ডলার মূল্যের এ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চালানটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর ভাঙার কাজে ব্যবহারের করার জন্য এ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য বেনাপোল কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে মেসার্স নাজমুল ব্রাদার্স নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। কাগজপত্রে খালাস প্রক্রিয়া সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে বিস্ফোরক দ্রব্য স্থানান্তর করে দিনাজপুরের উদ্দ্যেশে বেনাপোল বন্দর ত্যাগ করবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান বলেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারত থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া তারা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ