গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩০) নামের ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ী এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান গ্যাস নিতে যায়। ওই গাড়িতে শতাধিক সিলিন্ডার ছিল। গ্যাস ভরার এক পর্যায়ে সিলিন্ডার স্পার্ক করে বিকট শব্দে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু মিয়া, পারভেজ, আল আমিন, সিরাজুল ইসলাম। সর্বশেষ মারা গেলেন আনোয়ার হোসেন। এ ব্যাপারে গাছা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

