যশোর সদর উপজেলার হাশিমপুর পূর্ব ডাঙ্গিপাড়া জামে মসজিদের জায়গা অবৈধভাবে দখলে অভিযোগ উঠেছে এক প্রতিবেশির বিরুদ্ধে। জামে মসজিদের ওযুখানা এবং বাথরুমসহ ২শতক জমি প্রতিবেশি সিদ্দিকুর রহমান নিজের নামে করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন দাতা সদস্য মৃত জহুরুল হকের ছেলে আসাদুজ্জামান।
আসাদুজ্জামান বলেন, ১৯৯২ সালে বড় চাচা আবু তালেব, মেজ চাচা দলিল উদ্দিন, আমার পিতা জহুরুল হক ও ছোট চাচা লুৎফর রহমান হাশিমপুর পূর্ব ডাঙ্গিপাড়া জামে মসজিদের জন্য ৮শতক জমি দান করেন। কিন্তু মসজিদের ওযুখানা এবং বাথরুমের পরের অংশের মালিক সিদ্দিকুর রহমান। একই গ্রামের সদরের রেজিস্ট্রে অফিসের কর্মচারি হালিমের সহযোগিতায় সিদ্দিকুর রহমান ম্যাপ রেকর্ড জাল কাগজপত্র করে মসজিদের ২শতক জমি নিজের নামে করে নিয়েছেন।
তিনি আরও বলেন, ওযুখানা এবং বাথরুমসহ প্রাচিল নিমার্ণ করতে গেলে বাধা দেয়া হয়। পরে প্রতিবেশি সিদ্দিকুর রহমান জাল কাগজপত্র ও নতুন ম্যাপ দেখিয়ে বলে এই দুই শতক জমে আমার। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় মেম্বর, চেয়ারম্যানসহ রাজনীতি ব্যক্তিদের জানানো হয়। স্থানীয় মেম্বর, চেয়ারম্যান কয়েকবার সিদ্দিকুর রহমানকে ডেকে সর্তক করে দিলেও থেমে নেই।’

