যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুজ্জামান পিকুল নির্বাচনী প্রচারণায় দ্বিতীয় দিনে চৌগাছায় মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে জনপ্রতিনিধিদের সাথে তিনি এই মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিশাল উন্নয়ন চলছে। তাই উন্নয়নকে তরান্বিত করার জন্য আমাদের সকলকে উন্নয়নের সাথে থাকতে হবে। উন্নয়নের পক্ষে আপনারা আগামী জেলা পরিষদের নির্বাচনে আমাকে ভোট দিন। এ সময় তিনি জনপ্রতিনিধিদের নিকট ঘোড়া প্রতীকে ভোট চান। একই সাথে ভোটের পরিবেশ সুন্দর রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক লুৎফুর রহমান বিজু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, হামিদ মল্লিক, মমিনুর রহমান, নূরুল কদর, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির সোহেল, ইউপি সদস্য শাহিনুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, কাউন্সিলর শাহিনুর রহমান, আনিছুর রহমান ও রুহুল আমিন, সদস্য প্রার্থী শায়লা জেসমিন, শাহানা খাতুন, আহসান হাবিব বাবু প্রমুখ।

