যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দোকান মালিক ও কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর শহরের আরএন রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ এলাকার বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে এই অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি দোকান ভাড়া নিয়ে লেদ কারখান করে বিভিন্ন ধরণের যন্ত্রপাতি তৈরি করে আসছিল। এদিন পুলিশ এসে হঠাৎ করে ওই দোকানের মধ্যে অভিযান চালায়। এসময় দোকান মালিক আব্দুল কুদ্দুস, কর্মচারী আজিজুল ইসলাম ও সুমনকে আটক করেছে।
ডিবির এসআই সোলায়মান আক্কাস বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এখানে অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে দেশীয় পিস্তল, ওয়ানস্যুটারগানসহ বিভিন্ন ধরণের অস্ত্র তৈরি করে আসছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধারসহ দোকান মালিক আব্দুল কুদ্দুস ও দুই কর্মচারীকে আটক করা হয়।
তিনি আরো জানিয়েছেন, রাতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই অস্ত্র তৈরি ছাড়াও তারা আর কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা তা যাচাই করা হবে।

