সরকার ভোক্তা পর্যায়ে গ্যাস ১২০০ টাকা নির্ধারণ করলেও বিভিন্ন কোম্পানি পর্যায়ে ডিপোর যে দাম নির্ধারণ করেছে তাতে পরিবহন, শ্রমিকসহ সকল খরচ মিটিয়ে এলপি গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। এ জন্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে কোম্পানির ডিপোতে দাম কমানোর অনুরোধ করছেন যশোর জেলা গ্যাস ব্যবসায়ী সমিতি নেতারা।
মঙ্গলবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, সরকার ভোক্তা পর্যায়ে গ্যাস ১২০০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু এই এলপি গ্যাস বিভিন্ন কোম্পানি পর্যায়ে ডিপোর যে দাম নির্ধারণ করেছে তাতে পরিবহন, শ্রমিকসহ সকল খরচ মিটিয়ে গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। এ জন্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে কোম্পানির ডিপোতে দাম কমানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি যতক্ষণ এ সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ যশোরে প্রতি সিলিন্ডার গ্যাস ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সর্বোচ্চ ১৩০০ টাকা বিক্রি করা হবে। তবে যদি ভোক্তারা সিলিন্ডার নিয়ে সশরীরে সরকারে অনুমোদিত যশোরে ৩০টি দোকানের যে কোনোটায় হাজির হয়; সেই ক্ষেত্রের সরকারে নির্ধারিত মূল্যের ১২০০ টাকায় এলপি গ্যাস নিতে পারবেন ভোক্তারা বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শামসুল কাদের, সহসভাপতি এস এম নূর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক ও দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বপন, সহ-সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মহিবুল আকাশ প্রমুখ।

