ইরানের রাজধানী তেহরানের কাছে হিজাববিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তরুণী হাদিস নাজাফির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আরব নিউজ এমন সংবাদ জানিয়েছে। নিহত এ নারী হিজাববিরোধী আন্দোলন করে ভাইরাল হয়েছিলেন।
গত সপ্তাহে ভাইরাল হওয়া এক টিকটক ভিডিওতে নাজাফিকে হিজাব ছাড়াই কারাজে এলাকায় সরকারবিরোধী বিক্ষোভের জন্য প্রস্তুত হতে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ার দাবি অনুসারে, ইসলামী পর্দা প্রথার অন্যতম অনুসঙ্গ হিজাবের বিরোধীতা করে আন্দোলনের সময় তাকে মুখে ও ঘাড়ে গুলি করে হত্যা করে ইরানি নিরাপত্তা বাহিনী। এ সময় তাকে ছয়বার গুলি করা হয়।
হাদিস নাজাফি হিজাববিরোধী আন্দোলন করে ভাইরাল হয়েছিলেন
হিজাব না পরার অভিযোগে গ্রেফতার হওয়ার পর মাশা আমিনি নামের ২২ বছর বয়সী এক তরুণী পুলিশি হেফাজতে মারা যাওয়ার পর দেশটিতে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে হিজাববিরোধী বিক্ষোভকারীদের সংঘাতের কারণে বেশ কয়েকজন মারা গেছেন।
ইরানি গণমাধ্যমের প্রাথমিক খবরে বলা হয়েছে, ‘ওই তরুণী হার্টঅ্যাটাকে মারা গেছেন। এর প্রতিবাদ জানাতে কিছু উচ্ছৃঙ্খল মানুষ ইরানের রাস্তায় রাস্তায় ভাঙচুর এবং জ্বালাও পোড়াও কর্মসূচি পালন করছে।’
উচ্ছৃঙ্খল লোকজনের এ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে সারা ইরানে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল বের করেছে। সাধারণ মানুষের সহিংসতা ও দাঙ্গাবিরোধী এই বিক্ষোভ মিছিলের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট রাইসি।
মাশা আমিনির মৃত্যুর ব্যাপারে তার পরিবার ও আত্মীয়-স্বজন বলছে, পুলিশ তাকে হত্যা করেছে। কিন্তু ইরানের সরকারি কর্মকর্তার জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সূত্র : দ্যা ওয়্যার, প্রেস টিভি

