যশোরে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) জেলা যুবলীগের নেতাকর্মীরা এ আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিল ৭৬ ব্যাগ রক্তদান,
আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান
নিখিলের নির্দেশনায় শেখ হাসিনার জন্মদিনে এসব আয়োজন করা হয়।
সমগ্র আয়োজনে জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের
ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের
সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, জেলা
ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক ফিরোজ আলম, ত্রান ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-প্রচার সম্পাদকমেজবাহ উদ্দিন, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহবুব রহমান ম্যানসেল, যুবলীগ নেতা উজ্জ্বল হোসেন, জুলফিকার আলী ভুট্টো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক পরিবেশ সম্পাদক সুমন অধিকারী, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, সাবেক সদস্য ইকবাল হোসেন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চেরসাংগঠনিক সম্পাদক গাজী রাইয়ান মৌমন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।

