কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা এক কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৪৮০ টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফ নাফ নদের তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এবং বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ দল অংশ নেয়।
টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহমুদ হোসাইন মুরাদ জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে সোনা আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাফনদ তীরবর্তী স্থানে টিম অবস্থান নেয়। টেকনাফের বড়ইতলি এলাকায় নাফনদ থেকে নেমে এক লোক বস্তাসহ যাচ্ছে খবর পেয়ে সেখানে যায় যৌথ দল। কাস্টমস গোয়েন্দা ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে নদীর পাশের প্যারাবন পেরিয়ে পাহাড়ি জঙ্গলে লোকটি পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তায় গুড়ের ভেতর থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ১৬৬ গ্রাম করে। ১৩ সোনার বারের ওজন দুই কেজি ১৫৮ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য (২২ ক্যারেট হিসেবে) প্রায় এক কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৪৮০ টাকা।

