আবু হেনা রনি খাবার খাচ্ছেন, হাঁটছেন

আরো পড়ুন

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি খাবার খাচ্ছেন এবং হাঁটতে পারছেন। রবিবার এ তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি বলেন, আবু হেনা রনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শে মাংস, মাছ ভাজা, ডিম দেয়া হচ্ছে। কক্ষের মধ্যে হাঁটাচলাও করছেন। গতকাল শনিবার রনিকে কেবিনে স্থানান্তর করা হয়।

গাজীপুর জেলা পুলিশ লাইনসে ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। এ ঘটনায় আহত আরও চারজন হলেন জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

রনির মতো জিল্লুর রহমানকেও গতকাল কেবিনে নেয়া হয়েছে। তিনিও সুস্থ হয়ে উঠছেন বলে জানান ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, দুজনই এখন ‘রিহ্যাবিলিটেশন প্রটোকল’ এর আওতায় আছেন। দুজনকে কিছু ব্যায়াম করানো হচ্ছে। স্বাভাবিক খাবার দেয়া হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ