খুলনার কয়রায় ভোক্তা পর্যায়ে সারের দাম বৃদ্ধি ও বিএসআইসি ডিলার কর্তৃক খুচরা বিক্রেতাদের থেকে দাম বেশি নেয়ার অভিযোগে মাঠে নেমেছেন প্রশাসন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এসময় কয়রা উপজেলার সদর, মহারাজপুর ইউনিয়নের হায়াতখালি বাজার, মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি বাজার ও বাগালি ইউনিয়ন পরিষদের সামনে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা পর্যায়ে সারের দাম বেশি রাখায় উপজেলার সদর ইউনিয়নের সততা এন্টারপ্রাইজের মালিক গোলাম রসুলকে ৫ হাজার টাকা জরিমানা ও মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারের তৌফিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোদাস্সেদ হোসেন রাজাকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা আছাদুজ্জামান বলেন, ভোক্তা পর্যায়ে সারের মূল্য নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন স্থানে মনিটরিং করে দুই সার ব্যাবসায়ীকে ১০ হাজার ৬০০ টাকা জরিমান করা হয়। সারের মূল্য নিয়ন্ত্রণে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।

