সাতক্ষীরায় নিজ ঘরের আড়া থেকে ইয়াছিন আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার নিজ ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ইয়াসিন আলী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত গফুর হাওলাদারের ছেলে।
মৃতের বড় ভাই আব্দুর রহিম হাওলাদার জানান, ইয়াছিন আলী দীর্ঘদিন ডায়াবেটিস, পেটে ব্যাথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। সম্প্রতি সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে গোয়ালঘর থেকে গরু বাধার দড়ি নিয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সে। ঘরে ঢুকে ইয়াছিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত নামিয়ে স্থানীয় গ্রামডাক্তারকে খবর দেন। গ্রামডাক্তার ঘটনাস্থলে এসে ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

