যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী দুই সংবাদকর্মীকে সম্মননা স্বারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার রাতে সাংস্কৃতিক সংগঠন লোকজ একাডেমীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সংগীত শিক্ষক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক সাহা বৈদ্যনাথ,বাউল শিল্পী মিজানুর রহমান, শিল্পী আসাদুজ্জামান,আবু তাসের ও অহেদুজ্জামান লিটন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

