বাসরঘরে বরের ঝুলন্ত মরদেহ, নববধূকে ধরলো পুলিশ

আরো পড়ুন

জয়পুরহাটে বাসরঘর থেকে মোস্তাকিম হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার নববধূ রিয়া পারভীনকে (১৯) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম হোসেন একই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোস্তাকিম হোসেনের সঙ্গে নওগাঁর ধামইরহাট উপজেলার মানপুর গ্রামের রিয়া পারভীনের বিয়ে হয়। রাত ১১টায় নবদম্পতি বাসর ঘরে প্রবেশ করেন। রাত সাড়ে ১২টার দিকে বাসরঘরে মোস্তাকিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

পরিবারের সদস্যদের অভিযোগ, রিয়া পূর্বপরিকল্পনা অনুযায়ী তার প্রেমিক ও স্বজনদের মাধ্যমে মোস্তাকিমকে হত্যা করে ঘরের মধ্যে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখেন।

এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মোস্তাকিমের স্ত্রী রিয়া পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ