পবিত্র ঈদুল আজহার আনন্দে মিষ্টির বন্ধনে জড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে এক অনুষ্ঠানে দুই বাহিনীর কর্মকর্তারা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ৫ পিলারের শূন্যরেখায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই ভীম সিংহ ও চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই ডি নিতাই নান্দাকে মিষ্টি উপহার দিয়েছেন।
এই ঈদের আনন্দে মিশে গেছে সীমান্তরক্ষীদের মধুর বন্ধন। হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বলেছেন, “সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আমরা নিয়মিত একে অপরের সাথে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব পালন করে থাকি।”
এই মিষ্টির বিনিময় শুধু ঈদের আনন্দই বাড়ায়নি, বরং সীমান্তে দুই দেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করেন স্থানীয়রা।

