জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রাম ও শেখপুর গ্রামের মাঠে রোববার (২৬ মে) দিবাগত রাতে একটি গভীর নলকূপ থেকে ট্রান্সফরমার চুরি করার চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পুরগ্রাম ও শেখপুর গ্রামের মাঠে একটি গভীর নলকূপে তিনটি ট্রান্সফরমার ছিল। রাতে, চোরেরা ওই তিনটি ট্রান্সফরমার নামানোর চেষ্টা করে। ট্রান্সফরমার নামানোর আগেই একজন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান।
সোমবার সকালে, স্থানীয়রা ধান কাটতে গিয়ে মাঠের মধ্যে খুঁটির নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়ার দাগ রয়েছে।
ওসি ওয়াসিম আল বারী আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
জাগো/আরএইচএম

