ছেলেকে চুরির অপবাদ দিয়ে লাঞ্চিত, চিতলমারীতে বাবার আত্মহত্যা

আরো পড়ুন

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় একটি চুরিকে কেন্দ্র করে সালিশ বৈঠক ডেকে ছেলেকে চুরির অপবাদ দিয়ে বৃদ্ধ বাবাকে লাঞ্চিত করা হয়েছে। দিন মজুর বৃদ্ধ পিতা আব্দুল ওহাব শেখ (৭০) এ লাঞ্চনা সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৭ সেপ্টম্বর) সকালে চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার ভ্যান চালক ওয়ালিপ শেখের একটি রিকসা ভ্যান চুরি হয়। আর এ চুরির জন্য সন্দেহ করা হয় একই এলাকার ওহাব শেখের ছেলে ইমরান শেখকে। যা নিয়ে শনিবার সকালে কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেশকাত আহম্মেদের বাড়িতে শনিবার সকালে এক সালিশ বৈঠক বসে। এ সালিশে ছেলে ওয়ালিপ ভ্যান চুরি করেছে বলে পিতা আব্দুল ওহাবকে গালিগালাজসহ লাঞ্চিত করা হয়। এক পর্যায়ে সালিশ বৈঠক থেকে বৃদ্ধ ওহাব শেখ বাড়িতে চলে যায় এবং ক্ষোভে-দুঃখে মেহগনি গাছে গলায় রশি দিয়ে অত্মহত্যা করে। আওয়ামী লীগ নেতা মেশকাত আহম্মেদ বলেন ভ্যান চুরির বিষয়ে শোনা মেলার জন্য তাকে ডাকা হয়। সালিশ বৈঠক চলাকালে তিনি চলে যান। এতে সে দুঃখ পেয়ে আত্মহত্যা করেছে বলে পরে খবর আসে। বিষয়টি আসলেই দুঃখজনক।

চিতলমারী থানার ওসি (তদন্ত) লিয়াকত আলী বলেন, বৃদ্ধের লাশের সুরতহাল রিপোর্ট শেষে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। তবে অপমৃত্যু মামলা রেকর্ড রাখা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ