বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫) নামে এক দিনমজুরের।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার জিউধারা ইউনিয়নে সমাদ্দারখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, শনিবার দুপুরেরদিকে ওই গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেন হাওলার প্রতিবেশীর বাড়ির নারকেল গাছ পরিস্কার করতে গাছে ওঠেন। বিদ্যুতের তারের সাথে নারকেল গাছের একটি পাতা স্পর্শ করলে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুর মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

