বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ একাধিক মামলার দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া বাজারস্থ চৌরাস্তা মোড় থেকে ১কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মানকিয়া গ্রামের মৃত মজিবর মোড়লের ছেলে জিয়ারুল ইসলাম (৫০) আটক করে এসআই তৌফিকুর রহমান।
অন্যদিকে,এসআই রাজু আহমেদ বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া নতুন থানা ভবনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ শাহ আলী (২৫) আটক করে। শাহ আলী মানকিয়া গ্রামের মৃত জয়নালের ছেলে।
তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

