কুষ্টিয়া ইবি থানা এলাকা থেকে ১টি চোরাই মটরসাইকেলসহ সাইফুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। শুক্রবার যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
আলমডাঙ্গার বকসিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।
এর আগে মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের আসলাম মোল্যার ছেলের রশিদুল ইসলাম রিংকুর রিমান্ডে নেয় যশোর ডিবি। তার তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়ার ইবি থানার নলকোলা বাজারে অভিযান চালিয়ে মটরসাইকেল উদ্ধার করা হয়।
যশোর ডিবি পুলিশের ধারাবাহিক চোরাই মটরসাইকেল উদ্ধার অভিযানে গত ২ মাসে মোট ১৯টি চোরাই মটরসাইকেল জব্দ করেন। এ পর্যন্ত ১১টি গাড়ি প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে।

