সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রগ্রাহক জাহিদ

আরো পড়ুন

কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চিত্রগ্রাহক জাহিদ হোসেন (৩৩)।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। সামনের দিকে থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান জাহিদ।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দীন লাভলু।

সালাউদ্দীন লাভলু বলেন, ‘আমাদের তরুণ একজন সম্ভাবনাময় ক্যামেরাম্যান আজ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এটা আমাদের খুবই মর্মাহত করেছে। তরুণ একটা ছেলে ভালো কাজ করতেন। আমরা খবর নিয়েছি। তাঁর লাশ চকরিয়ার থানায় রয়েছে। জাহিদের ভাই খুলনা থাকেন। তিনি সেখান থেকে রওনা হয়েছেন। ঢাকা থেকেও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা চট্টগ্রামের পথে। আমরা ডিরেক্টরস গিল্ড পরিবারের পক্ষ থেকে শোক জানাচ্ছি। এ দুর্ঘটনার পেছনে বাসের দোষ কতটা, সেটা সংগঠনের পক্ষ থেকে তদন্ত করে বের করার দাবি জানাচ্ছি।’

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন নাটকের প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন পরিচালক গৌতম কৈরী, মাবরুর রশিদ, সঞ্চয় সমাদ্দার, শহীদুন্নবী, রাফাত মজুমদারসহ অনেক পরিচালক। অভিনয়শিল্পীদের মধ্যে, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সাব্বির আহমেদ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সালহা খানম নাদিয়া, খাইরুল বাসার প্রমুখ।

নিহত জাহিদ খুলনা জেলার বাসিন্দা। আগে সে ক্যামেরা হাউসের ম্যানেজার ছিল। সেখান থেকে ক্যামেরার কাজের প্রতি ভালোবাসা জন্মে। পরে শিখতে থাকেন ক্যামেরার কাজ। চার বছর ধরে তিনি নিয়মিত নাটকে চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন। গত ঈদুল ফিতরে প্রচারিত তাহসান খান ও ফারিণ অভিনীত ‘মেড ফর ইচ আদার’, ফারহান আর মুশফিক অভিনীত ‘সুইপারম্যান’, তৌসিফ অভিনীত ‘ল্যাম্পপোস্ট’সহ একাধিক নাটকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। জাহিদ ঢাকার বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন। তাঁর তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ