ছেলেধরা সন্দেহে চারজন সাধুকে গণপিটুনি

আরো পড়ুন

ভারতের মহারাষ্ট্রে ছেলেধরা সন্দেহে চার জন সাধুকে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার মহারাষ্ট্রের সাংলি জেলার লাভানা গ্রামে ঘটনাটি ঘটে।

উক্ত ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে টেনে নামানো হচ্ছে সাধুদের। তার পর নিগ্রহ করা হচ্ছে তাঁদের এবং বেল্ট দিয়েও পেটানো হচ্ছে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর তৎপর হয় পুলিশ। সাদুদের নিগ্রহে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা এই বিষয়ে কোনো অভিযোগ পায়নি।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেছেন, আমরা কোনো অভিযোগ পাইনি। তবে ভাইরাল ভিডিওগুলো খতিয়ে দেখে সত্যতা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, সরকার সাধুদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার সহ্য করবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ