ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

আরো পড়ুন

রাজধানী ঢাকায় ব্যবসা শুরু করছেন বলিউড সুপারস্টার সালমান খান। তারকার জনপ্রিয় চ্যারিটেবল ট্রাস্ট ‘বিং হিউম্যান’ এর পোশাক ব্র‍্যান্ডের আউটলেট চালু হতে যাচ্ছে।

সালমান খানের অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন। তিনি এক ভিডিও বার্তায় ঢাকায় ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণার দেন।

সালমান জানান, আগামী বৃহস্পতিবার রাজধানীর বনানীতে উদ্বোধন করা হবে শোরুমটির। ‘বিং হিউম্যান’ এর এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহাইল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র‍্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠির শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের মুম্বাইয়ে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ