কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেলো বউ-শাশুড়ির মৃত্যু

আরো পড়ুন

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে কামরুন্নাহার (১৭) ও তার শাশুড়ি জয়নব বেগমের (৪৮) মৃত্যু হয়েছে। দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের নিজ বাড়িতে বউ-শাশুড়িকে সাপে কামড়ালে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

নিহত কামরুন্নাহার মামুদানিপুর গ্রামের হাবিবুল বাশারের স্ত্রী এবং তার শাশুড়ি জয়নব বেগম আব্দুর সাত্তারের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় প্রথমে ছেলের বউ কামরুন্নাহারকে সাপে কামড় দিলে তার চিৎকারে পাশের ঘর থেকে শাশুড়ি জয়নব বেগম ছুটে আসলে তাকেও সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাদের প্রথমে পার্শ্ববর্তী গ্রামে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা বিষ নামাতে ব্যার্থ হলে ভোর বেলায় তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করলে পথেমধ্যে কামরুন্নাহার মারা যায় আর সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাশুড়ি জয়নব বেগমের।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ