দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
এর মধ্যে কক্সবাজার জেলায় রয়েছেন ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ছিল ৩৪৫ জন। নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১৩ জনে।
মঙ্গলবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৮ জন এবং ঢাকার বাইরে ১১৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৫৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১৩ জনে।
ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৯৫ জন এবং ঢাকার বাইরে ৩১৮ জন। এতে আরো বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৯ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৮ হাজার ১৯৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

