চেয়ারম্যানের বাড়িতে বসেই আ.লীগ নেতাকে হত্যার পরিকল্পনা হয়

আরো পড়ুন

পাবনার হেমায়েতপুরে আলোচিত আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা হয় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার বাড়িতেই। হত্যার সেই মিশনের প্রধান আলাউদ্দিনের ভাতিজা আনোয়ার আহম্মেদ স্বপনের নেতৃত্বে ছয়জন সাইদার মালিথাকে গুলি করে হত্যা করে।

মঙ্গলবার দুপুরে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশের বিশেষ অভিযানে হত্যাকাণ্ডের মূলহোতা স্বপনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র।

গ্রেফতারকৃতরা হলেন, হেমায়েতপুর ইউনিয়নের গাফুরিয়াবাদ গ্রামের আশরাফ উদ্দিন মালিথার ছেলে আনোয়ার আহম্মেদ স্বপন (৪০), মৃত কালাম মালিথার ছেলে আশিক মালিথা (২৬), শাজাহান খানের ছেলে রিপন খান (২৯), আকবার হোসেনের ছেলে নুরুজ্জামান রাকিব (২৪), রমজান আলীর ছেলে ইয়াসিন আরাফাত ইস্তি (২৬) এবং মৃত আব্দুল হাকিম মালিথার ছেলে মোহাম্মদ আলিফ মালিথা (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার চাচাতো ভাই নিহত সাইদার মালিথার সঙ্গে মূলত জমিজমা নিয়ে বিরোধ ছিল। নির্বাচন পরবর্তী সময়ে সেই বিরোধ একাধিকবার সংঘর্ষের রূপ নিলেও সাইদার মালিথাকে হত্যার পরিকল্পনা করেন সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা। সেই পরিকল্পনার অংশ হিসেবে বৈঠক হয় চেয়ারম্যানের বাড়িতে এবং হত্যাকাণ্ডের দায়িত্ব দেয়া হয় আনোয়ার আহম্মেদ স্বপনকে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে। এ ছাড়াও হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরকে খুব শিগগিরিই গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর একটার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা (৫০)। এ সময় ৬-৭ জন সন্ত্রাসী তাকে ঘিরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত সাইদার পাবনা পৌর শাখা আওয়ামী লীগের কার্যকরি সদস্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ