দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার আবার ১০ দশমিক ৫৫ শতাংশে পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ।
২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২১ জন। ৪৩৫ জনের মধ্যে রাজধানীতেই ৩১৮ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৩০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

