যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে সোমবার সকালে ‘স্টুডেন্ট অব দ্য মান্থ’ এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ৩২ জন ছাত্রীকে স্টুডেন্ট অব দ্যা মান্থ এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১৪৬ জন ছাত্রীর মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান।
তিনি বলেন, দিপ্ত পায়ে এগিয়ে যেতে হবে। তোমাদের মাঝে দেশের ভবিষ্যৎ রয়েছে। সে লক্ষ্যে পৌঁছে যেতে হলে তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে। এজন্য নিজেকে ও পরিবারকে ভালবাসতে হবে। তবেই আগামীতে তোমরা দেশে সার্বিক কল্যাণে কাজ করতে পারবে ।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মদ মনোয়ার হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, নবকিশোলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, সহকারী প্রধান শিক্ষক হায়দার আলী, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ।
পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরানা খাতুন।

