খুলনার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৯ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন তাদের জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক আব্দুর রকিব জানান, বিআরটিএ কার্যালয় সেবা নিতে আসা সাধারণ মানুষ দালালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন। রবিবার সকালে বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে অভিযান চালানো হয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়। আটকের পর যাচাই-বাছাই শেষে কয়েকজনকে ছেড়ে দেয়া হয়। বাকিদেরকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এদের সাতদিন থেকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০-২০০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
এসময় র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার সরোয়ার হোসেন, সিনিয়র এএসপি পবন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

