ফাইনালের প্রাইজমানিতে যত টাকা পাচ্ছেন চ্যাম্পিয়ন-রানার্সআপরা

আরো পড়ুন

এশিয়া কাপের ফাইনালে প্রতিযোগিতায় শুধু ট্রফি বা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনই নয়। এর বাইরেও কে কত টাকা নিয়ে দেশে ফিরবে সেই লড়াইও। শ্রীলংকা ফাইনালে উঠেছে গ্রুপ পর্ব ও সুপার ফোরে খেলা পাঁচ ম্যাচের চারটিতে জিতে। আর পাকিস্তান জিতেছে পাঁচ ম্যাচের তিনটিতে। তবে ফাইনালের ফলে নির্ধারণ হয়ে যাবে কে কার চেয়ে দ্বিগুণ অর্থ নিয়ে ঘরে যাবে।

টি-টোয়েন্টি সংস্করণে চলা এবারের এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি তিন লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে ২ লাখ মার্কিন ডলার। প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাসও।

এশিয়া কাপের আগের আসরে প্রাইজমানি খুব বেশি ছিল না। ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শিরোপাজয়ী হিসেবে ভারতের জন্য প্রাইজমানি ছিল ৬০ হাজার ডলার, রানার্সআপ বাংলাদেশ পেয়েছিল ৩০ হাজার ডলার। চার বছর পরের এবারের এশিয়া কাপে প্রাইজমানি বেড়েছে তিন গুণের বেশি। পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে এখন বেশ বড় অঙ্ক হাতে তোলার হাতছানি।

ক্রিকেট বিশ্বে এশিয়া কাপই একমাত্র মহাদেশীয় টুর্নামেন্ট। আর কোথাও হয় না বলে মহাদেশীয় পর্যায়ের তুলনা টানা যায় না। তবে বিশ্বকাপের সঙ্গে মেলাতে গেলে এশিয়া কাপের প্রাইজমানি কয়েক গুণ কম। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৬ লাখ মার্কিন ডলার। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ