চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১টার দিকে উপজেলা সদরের থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো উপজেলার বারখাইন ইউনিয়নের পঞ্চফকির কালীবাড়ি এলাকার অটোরিকশা চালক শ্যামল মজুমদারের ছেলে তুষার মজুমদার (৮) ও মেয়ে তনুশ্রী মজুমদার (৬)। দুজনই আনোয়ারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্কুল থেকে ফিরে পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় তাদের মা চাল কিনতে দোকানে যান। সেখান থেকে ফিরে ঘরে ছেলে-মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের পুকুরে তাদের ভাসতে দেখে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেজুয়ানা আহমেদ ছিদ্দিকা বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

