ফের বেড়েছে ডিমের দাম, কমেছে পেয়াজের

আরো পড়ুন

ডজনপ্রতি ডিমের দাম ফের বেড়েছে ১০ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গিয়েছে। গত সপ্তাহেও ডিমের ডজন বিক্রি হয়েছে ১২০ টাকায়। ডিমের বিক্রি বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ডিমের দাম বাড়লেও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে হয়েছে ৪০-৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। অপরিবর্তিত রয়েছে মাছ ও মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ ও সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা। এগুলো আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি এসেছে, রাজধানীর বাজারে কিছুদিন আগেও ২০০-২৫০ টাকা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে। গত সপ্তাহে দাম কমে ৪০ টাকায় এসেছে, যা এখনো অপরিবর্তিত রয়েছে। এছাড়া শিমের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, পাকা টমেটো ১৩০, গাজর ১৩০, বরবটি ৮০-৯০ টাকা। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা, কাঁকরোল ৬০, পটোল ৫০ টাকা। কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গা কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ এবং করলা ৬০-৮০ টাকা।

মাছ বাজার ঘুরে দেখা গিয়েছে, রুই মাছের ওজনভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৫০ টাকা। তেলাপিয়া ও পাঙাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকা, শিং ৪৬০, কৈ ২০০-২৫০, পাবদা ৩৫০-৫০০ টাকা। এসব মাছের দামে এ সপ্তাহে তেমন পরিবর্তন হয়নি।

দাম অপরিবর্তিত থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে চিংড়ি ও ইলিশ। চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৫০০-১৮০০ টাকা। তবে ছোট সাইজের ইলিশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ