নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি

আরো পড়ুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অবিলম্বে গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সঙ্গে রেশনিং ব্যবস্থা ও মহার্ঘ ভাতার দাবি তোলে সংগঠনটি।

শনিবার সকালে মানববন্ধন শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা করে পল্টন মোড়ে শেষ হয়।

আইবিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বাড়ায় ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াতসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ কারণে অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু ও বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য করে মহার্ঘ ভাতার দাবি জানান তারা।

আরো বলেন, সরকার এ খাতের শ্রমিকদের জন্য সর্বশেষ ২০১৮ সালের ১৫ অক্টোবর নিম্নতম মজুরির হার ঘোষণা করে। এর পর গত তিন বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি, করোনার প্রকোপসহ বিভিন্ন কারণে শ্রমিকদের জীবন যাত্রার ব্যয় অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং তাদের জীবনযাপনের মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কাজেই বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে ন্যূনতম জীবনমান বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় গার্মেন্টস খাতে শ্রম অসন্তোষ বিরাজ করছে, যা যে কোনো সময় চরম আকার ধারণ করতে পারে বলেও নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু। আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ