৮ দিন পর জিএম কাদেরের ছিনতাই হওয়া ফোন উদ্ধার

আরো পড়ুন

ছিনতাইয়ের ঘটনার ৮ দিন পর জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার থেকে আইফোনটি উদ্ধার করে উত্তরা বিভাগের পুলিশ সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ ছিনতাইকারীকে।

গ্রেফতারকৃতরা হলো আজিজুল (২১), আজিজ (১৯), মোহাম্মদ ইসমাইল (২৪), সানাউল্লাহ (৩২), সুবল চন্দ্র ঘোষ (৩২)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরে জিএম কাদেরের বাসায় গিয়ে বিকালে পুলিশ সদস্যরা আইফোনটি তার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ হাসান, অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার।

মোবাইল ফোন ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন জিএম কাদের। তিনি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

মোবাইল উদ্ধারের বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার বলেন, গত ৩১ আগস্ট উত্তরায় বাসায় যাওয়ার পথে বিমানবন্দর থানা এলাকার রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোনটি টান মেরে নিয়ে যায় দুই ছিনতাইকারী। এ সময় এক ছিনতাইকারীকে ধরা গেলেও আরেকজন মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্যের ভিত্তিতে কাওরান বাজার এলাকায় মোবাইলটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হই আমরা।

তিনি বলেন, পরে অভিযান চালিয়ে কাওরান বাজার এলাকা থেকে আইফোনটি উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মোবাইলটি ছিনতাইকারীরা ছিনতাইয়ের পর কাওরান বাজার এলাকায় বিক্রি করে। মোবাইলটি ৪ বার বিক্রি হয় বিভিন্ন জনের কাছে। লাখ টাকার মোবাইল বিক্রি হয় ২৩ হাজার টাকায়।

গত ৩১ আগস্ট রাতে জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়েল ঘটনায় তার একান্ত সহকারী তৈয়ব আলী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ