যশোরে হোটেল আরএস থেকে মাদক বিক্রিকালে তিনজন ধরা

আরো পড়ুন

যশোর শহরের হোটেল আরএস এর তৃতীয়তলার অর্ভ্যথনা রুম থেকে মাদক বিক্রির সময় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

এরা হলেন, শহরের লোন অফিসপাড়ার মহাসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রাজু সাহানীর ছেলে বিপ্লব শাহিনী কৃষ্ণ (৩৩), শহরতলীর তফসীডাঙ্গা ঋষিপাড়ার নাসিম আহমেদের স্ত্রী নুসরত ইসলাম লুনা (১৯) এবং বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আমির হোসেন মিন্টুর মেয়ে আফারোজা আক্তার ঋতু ওরফে ক্যাপ্টেন নিশি (২০)।

ডিবি এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে রবিবার রাত দেড়টার দিকে হোটেল আরএস এর তৃতীয় তলার অর্ভ্যথনা কক্ষের সামনে গিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা সেখা মাদক বিক্রির জন্য গিয়েছিল। এরা আগেও তারা একাধিকবার ওই হোটেলে মাদক বিক্রি করতে গিয়েছিল বলে পুলিশের কাছে সংবাদ আছে।

আটককৃতদের মধ্যে কৃষ্ণর বিরুদ্ধে ৪টি, লুনার বিরুদ্ধে ৪টি এবং নিশির বিরুদ্ধে ২টি মামলা আছে কোতয়ালি থানায়।

ওই এলাকার একটি সূত্র জানিয়েছে, হোটেল আরএস মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ স্থান। অনেক মাদক ব্যবসায়ী ওই হোটেলে রাতযাপন করে এবং সেখান থেকে মাদক কেনাবেচা হয়। পুলিশ অনেকবার ওই হোটেলে অভিযান চালিয়ে মাদক বিক্রির কথা জানতে পারে এবং আসামি আটকও করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ