চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন একজন।
শিবগঞ্জের শিংনগর সীমান্তে মঙ্গলবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের।
নিহত ৩০ বছর বয়সী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে।
পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন মুন্সিপাড়া মাওলানা পাড়ার আজিজুল ইসলামের ছেলে ২৩ বছরের ওহিদুল ইসলাম।
স্থানীয় ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বলেন, ভদুকে রাজমিস্ত্রির কাজ করতে দেখতাম। এখন গরু আনতে গেল, না কী কারণে গেল বলতে পারছি না। শুনাছি বিএসএফের গুলিতে মারা গেছে। তবে লাশ কোথায় আছে বলতে পারছি না।
এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন পরে কথা বলবেন বলে জানান তিনি।

