ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি বাস উপহার দিচ্ছে।
জাতীয় দলের খেলোয়াড়দের যাতায়াতে ব্যবহার হবে এটি।
বুধবার (২৪ আগস্ট) বাফুফেকে সেই বাস হস্তান্তর করবে উয়েফা।
উয়েফা তাদের সহযোগিতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাফুফেকে গত বছর উন্নতমানের কিছু ক্যামেরা ও সরঞ্জামাদি দিয়েছিল। এবার উন্নতমানের বাসটি দিচ্ছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাধ্যমে উয়েফার উপহার পাচ্ছে বাংলাদেশ।
গত এপ্রিলেই উয়েফা থেকে বাস পাওয়ার কথা জানিয়েছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, কমপক্ষে ৩৮ আসনের একটি বাস পাচ্ছি আমরা। এএফসির মাধ্যমে আবেদন করে আমরা উয়েফাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে, ভালোভাবে খেলা সম্প্রচারের জন্য কিছু উন্নতমানের ক্যামেরা ও সরঞ্জামাদি প্রয়োজন। তারা সেগুলো দিয়েছে। এখন আমরা একটি বাস পাচ্ছি। আমাদের নারী ফুটবল দল বাফুফে ভবন থেকে কমলাপুর স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করে।
আবার কমলাপুরের এলিট একাডেমির ফুটবলাররা জিম করতে বাফুফে ভবনে আসে। এজন্য আমরা ট্রান্সপোর্টের কথা বলেছিলাম।
নিজস্ব কোনো যানবাহন না থাকায় এতদিন ভাড়া বাসে করে ফুটবলারদের যাতায়াত নিশ্চিত করতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

