ব্যক্তিগত অস্ত্র আমদানির অনুমতি নেয়ার জন্য এখন ২৫ হাজার টাকা মাশুল দিতে হবে। এই অনুমতির মেয়াদ হবে এক বছর।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে এই অনুমতি নিতে হয়। এতদিন ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আমদানিতে মাশুল ছিল না। এ ছাড়া ওই দফতরের বিভিন্ন পরিষেবার বিদ্যমান মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে আমদানিকারক ও রফতানিকারকদের খরচ বাড়লেঅ। বাণিজ্যিক ও শিল্প আইআরসি নিবন্ধন ও নবায়ন, বিভিন্ন ধরনের রফতানি সনদ; ফরমালিন উৎপাদন, আমদানি, মজুত ও বিক্রয় লাইসেন্স মাশুল বাড়ানো হয়েছে।
এছাড়া সারচার্জসহ নতুন কিছু সেবায় মাশুল আরোপ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন মাশুল কার্যকর হবে। গত ২১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশ অনুযায়ী, আমদানিকারকের আমদানি সীমা ৫ কোটি টাকার বেশি হলে নিবন্ধন ফি ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দিতে হবে। একইভাবে নবায়নের জন্য ২৪ হাজার থেকে ৩২ হাজার টাকা দিতে হবে। অন্য ক্ষেত্রে নিবন্ধন ও নবায়ন ফি আগের মতোই আছে।
রফতানি নিবন্ধন সনদ ও নবায়ন, বহুজাতিক রফতানি নিবন্ধন সনদ ও নবায়ন ফি বর্তমান হার থেকে তিন থেকে দশ হাজার টাকা বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে নিবন্ধন নিতে ১০ থেকে ৫০ হাজার টাকা লাগবে। আর নবায়ন করতে ৭ হাজার থেকে ২৫ হাজার টাকা লাগবে।
আদেশে বলা হয়েছে, আমদানিকারক ও রফতানিকারকের নিবন্ধন সনদ নবায়নে ব্যর্থ হলে সারচার্জ দিতে হবে। নবায়ন না করা হলে প্রথম এক থেকে তিন বছরের মধ্যে এক থেকে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। আর ৬ বছর পেরিয়ে গেলে ২৫ হাজার টাকা সারচার্জ বসবে।
এ ছাড়া প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মালিকানা পরিবর্তন, মনোনীত ব্যাংক পরিবর্তন, আমদানি নিবন্ধন সনদের সীমা, শ্রেণি, লিমিট হ্রাস-বৃদ্ধি এবং শিল্প আমদানি নিবন্ধন সনদের আমদানি স্বত্ব পরিবর্তনের জন্য নতুন দুই হাজার টাকা মাশুল ধার্য করা হয়েছে।

