ব্যক্তিগত অস্ত্র আমদানিতে মাশুল দিতে হবে ২৫ হাজার টাকা

আরো পড়ুন

ব্যক্তিগত অস্ত্র আমদানির অনুমতি নেয়ার জন্য এখন ২৫ হাজার টাকা মাশুল দিতে হবে। এই অনুমতির মেয়াদ হবে এক বছর।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে এই অনুমতি নিতে হয়। এতদিন ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আমদানিতে মাশুল ছিল না। এ ছাড়া ওই দফতরের বিভিন্ন পরিষেবার বিদ্যমান মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে আমদানিকারক ও রফতানিকারকদের খরচ বাড়লেঅ। বাণিজ্যিক ও শিল্প আইআরসি নিবন্ধন ও নবায়ন, বিভিন্ন ধরনের রফতানি সনদ; ফরমালিন উৎপাদন, আমদানি, মজুত ও বিক্রয় লাইসেন্স মাশুল বাড়ানো হয়েছে।

এছাড়া সারচার্জসহ নতুন কিছু সেবায় মাশুল আরোপ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন মাশুল কার্যকর হবে। গত ২১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশ অনুযায়ী, আমদানিকারকের আমদানি সীমা ৫ কোটি টাকার বেশি হলে নিবন্ধন ফি ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দিতে হবে। একইভাবে নবায়নের জন্য ২৪ হাজার থেকে ৩২ হাজার টাকা দিতে হবে। অন্য ক্ষেত্রে নিবন্ধন ও নবায়ন ফি আগের মতোই আছে।

রফতানি নিবন্ধন সনদ ও নবায়ন, বহুজাতিক রফতানি নিবন্ধন সনদ ও নবায়ন ফি বর্তমান হার থেকে তিন থেকে দশ হাজার টাকা বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে নিবন্ধন নিতে ১০ থেকে ৫০ হাজার টাকা লাগবে। আর নবায়ন করতে ৭ হাজার থেকে ২৫ হাজার টাকা লাগবে।

আদেশে বলা হয়েছে, আমদানিকারক ও রফতানিকারকের নিবন্ধন সনদ নবায়নে ব্যর্থ হলে সারচার্জ দিতে হবে। নবায়ন না করা হলে প্রথম এক থেকে তিন বছরের মধ্যে এক থেকে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। আর ৬ বছর পেরিয়ে গেলে ২৫ হাজার টাকা সারচার্জ বসবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মালিকানা পরিবর্তন, মনোনীত ব্যাংক পরিবর্তন, আমদানি নিবন্ধন সনদের সীমা, শ্রেণি, লিমিট হ্রাস-বৃদ্ধি এবং শিল্প আমদানি নিবন্ধন সনদের আমদানি স্বত্ব পরিবর্তনের জন্য নতুন দুই হাজার টাকা মাশুল ধার্য করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ