দেশ ভাগ থেকে শুরু করে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নযাত্রা। মাঝে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর ১৫ আগস্ট পরবর্তী পথহারা বাংলাদেশ। সবই উঠে এসেছে থিয়েটার কোরিওগ্রাফি ড্রামা ‘আনন্তর্য তর্জনীতে’।

শেকড় যশোরের প্রযোজনায় রবিবার (২১ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ড্রামা মঞ্চস্থ হয়। এই থিয়েটার কোরিওগ্রাফি ড্রামায় ধাপে ধাপে দেখানো হয়, ‘৪৭ এ দেশভাগ পরবর্তী বাঙালির স্বাধীনতা ও নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও প্রেক্ষাপটের পাশাপাশি ‘৫২, ‘৬৯, মহান মুক্তিযুদ্ধ। এরপর ইতিহাসের ভয়াবহ কলঙ্কময় দিন ‘৭৫ এর ১৫ আগস্ট হত্যাযজ্ঞ, পঁচাত্তর পরবর্তী স্বাধীনতাবিরোধীদের আস্ফালন। সবশেষে অস্তমিত স্বাধীনতার সূর্যকে আবার আলোর দিশারি হয়ে বিশ্ব দরবারে তুলে ধরতে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আলোকযাত্রা তুলে ধরা হয় । ঘণ্টাব্যাপী এ থিয়েটার কোরিওগ্রাফি ড্রামা পিনপতন নিরবতায় হল ভর্তি নাট্যপ্রেমী দর্শক যারা অনেকেই গানে গানে আর ধারাবর্ণনায় নতুনভাবে জেনেছেন রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমানকে। নাটক শেষে কলাকুশলীদের সাথে ফটোসেশনে অংশ নেন ও অনুভূতি ব্যক্ত করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, শেকড় সভাপতি অ্যাঞ্জেলা গোমেজ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, ‘আনন্তর্য তর্জনী’ মঞ্চায়নের ভাবনা ও পরিকল্পনাকারী শাহেদুল ইসলাম, পরিচালনা ও নির্দেশক আমিনুল আশরাফ ও তাহরীমা আরাফাত প্রিয়াংকা, সহকারী নির্দেশক মুকিতুর রহমান মামুন, আবহ সংগীত পরিচালক রণি শীল, আলোক প্রক্ষেপক আসিফুর রহমান আসিফ।
শুরুতে সূচনা বক্তব্য দেন ও শেষে অনুভূতি ব্যক্তপর্ব শেকড়’র ‘আনন্তর্য তর্জনী’তে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ সঞ্চালনা করেন শেকড়ের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু ।

